Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

অর্জনসমূহ

সাম্প্রতিক বছর সমূহের (3 বছর) প্রধান অর্জনসমূহঃ

বিগত ৩ বছরে রাঙ্গামাটি সদর উপজেলায় বেকারত্ব দূরীকরণে 118 জন আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাকে মৌলিক, কারিগরি ও পেশাভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। মুজিব বর্ষ উপলক্ষে জনহিতকর উদ্যোগের অংশ হিসেবে ৪১০ জন দরিদ্র ভিডিপি সদস্যকে ত্রাণ ও খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। করোনা মোকাবেলায় স্বাস্থ্য সুরক্ষা সচেতনতা সৃষ্টি ও করোনা রোগীদের চিকিৎসা সহায়তার জন্য আনসার ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা প্রদানে ৬১ জন হিল ও ২৯ জন অঙ্গীভূত আনসার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিরাপত্তা প্রদানের জন্য  ১০ জন সাধারণ আনসার এবং বিভিন্ন নির্বাচন ও দুর্গাপূজায় ৪৫০ জন আনসার ভিডিপি সদস্যকে মোতায়েন করা হয়েছে। উক্ত উপজেলায় মোট ০২ টি প্লাটুনে সর্বমোট ৬৬ জন হিল ভিডিপি সদস্য সেনাবাহিনীর সাথে সার্বক্ষনিক মোতায়েন আছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তর এর আদেশক্রমে রাঙ্গামাটি সদর উপজেলায় ২০১৯-২০ অর্থ বছরে আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাধ্যমে ১৭০৬ টি এবং মুজিব বর্ষ উদযাপন উপলক্ষ্যে ২০০ টি ফলজ ও ভেষজ গাছ রোপন করা হয়।